বিএনপি নেতা ফয়ছল আহমদ গ্রেফতারে নাসের রহমানের নিন্দা
প্রকাশিত হয়েছে : ৪ ফেব্রুয়ারি ২০১৯, ৫:৪৬ অপরাহ্ণ
মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ৩নং কামালপুর ইউপি চেয়ারম্যান ফয়ছল আহমেদকে গ্রেফতারে নিন্দা জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান। তার অভিযোগ ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
মৌলভীবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নাসের রহমান অবিলম্বে ফয়ছল আহমেদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী জানান।