শ্রীমঙ্গলে সাড়ে তিন ঘণ্টা আটকে ছিল পারাবত ট্রেন
প্রকাশিত হয়েছে : ৪ ফেব্রুয়ারি ২০১৯, ৫:৩৭ অপরাহ্ণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যান্ত্রিক ত্রুটির কারণে সাড়ে ৩ ঘণ্টা আটকে ছিলো ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন। আজ সোমবার বেলা পৌনে ১১টা থেকে বন্ধ হয়ে যাওয়া ট্রেনটি আড়াইটার দিকে চলাচল শুরু করে।
আখাউড়া-সিলেট রেলপথের শ্রীমঙ্গল ও শমশেরনগর স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন আজ বেলা পৌনে ১১টার দিকে শ্রীমঙ্গলে পৌঁছায়। এরপর দেখা যায় ট্রেনের ইঞ্জিনের বাফার হুক ভেঙে গেছে। একটি সহায়ক ইঞ্জিন নিয়ে ত্র“টিযুক্ত ইঞ্জিন টেনে কুলাউড়া জংশন স্টেশনে নেওয়া হয়। সেখানে ইঞ্জিন মেরামত করে আবার শ্রীমঙ্গল স্টেশনে ফিরলে দুপুর ২টা ২০ মিনিটে শ্রীমঙ্গল থেকে সিলেটের উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়।
শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার জাহাঙ্গীর হোসেন পারাবত ট্রেনের স্বাভাবিক চলাচলের খবরের সত্যতা সাংবাদিকদের নিশ্চিত করেছেন।