রাজনগরে প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য আটক
প্রকাশিত হয়েছে : ৩ ফেব্রুয়ারি ২০১৯, ৫:৫৩ অপরাহ্ণ
মৌলভীবাজারের রাজনগরে প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব-৯। এসময় তার কাছ থেকে একটি স্মার্ট ফোন ও মেমরি কার্ড জব্দ করা হয়। এঘটনায় র্যাব বাদী হয়ে রাজনগর থানায় মামলা দায়ের করেছে। উপজেলার মনসুরনগরইউনিয়নের পূর্ব কদমহাটা এলাকা থেকে গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে তাকে আটক করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের নিধিরমহল গ্রামের প্রদীপ দেবের ছেলে পঙ্কজ দেব (১৮) তার একাধিক ফেইসবুক আইডি ব্যবহার করে ফেইসবুকে গ্রুপ (SSC Question Out dk) খোলে চলতি এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি করবে বলে পোস্ট করে। প্রশ্নপত্র সরবরাহের প্রলোভন দেখিয়ে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ইতোমধ্যে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়। শনিবার বিকাল ৫ টার দিকে র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের এসআই মো. ইমদাদুল হক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজনগর উপজেলার পূর্ব কদমহাটা এলাকার আইয়ূব ম্যানশন মার্কেটের সামনে পঙ্কজসহ প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্যরা ‘ভূয়া’ প্রশ্নপত্র বিক্রি করতে অবস্থান করছে। খবর পেয়ে র্যাব সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি স্মার্ট ফোন ও মেমরি কার্ড জব্দ করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার দিবাগত রাত ৩টার দিকে তাকে রাজনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। এ ঘটনায় র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের এসআই মোহাম্মদ ইমদাদুল হক বাদী হয়ে রাজনগর থানায় মামলা দায়ের করেছেন। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, পঙ্কজ ফেইসবুকে গ্রুপ খোলে এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্ন বিক্রি করে। র্যাব-৯ এর সদস্যরা রাজনগর থানা এলাকা থেকে তাকে আটক করে। এঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীকে জেলহাজতে পাঠানো হয়েছে।