কমলগঞ্জে নিরাপদ খাদ্য দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ২ ফেব্রুয়ারি ২০১৯, ৭:০২ অপরাহ্ণ
মৌলভীবাজারের কমলগঞ্জে “সুস্থ সবল জাতি চাই-পুষ্টি সম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই”এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে এক শোভাযাত্রা বের হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তকবির হোসেন, শমশেরনগর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা খাদ্য অফিসের কর্মচারীবৃন্দসহ উপস্থিত ছিলেন। সরকারি ছুটির দিন ও এসএসসি পরীক্ষা থাকায় সংক্ষিপ্তভাবে অনুষ্ঠান করা হয়েছে বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তকবির হোসেন জানান।