এসএসসি পরিক্ষায় কমলগঞ্জে ১০ শিক্ষার্থী অনুপস্থিত
প্রকাশিত হয়েছে : ২ ফেব্রুয়ারি ২০১৯, ৭:০০ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় আজ শনিবার প্রথম দিনের বাংলা পরীক্ষায় ১০ শিক্ষার্থী অনুপস্থিত।
জানা যায়, এসএসসি পরীক্ষায় ৬টি কেন্দ্রে ৩ হাজার ২শত ৭৭ জন শিক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও প্রথম দিনের বাংলা ১ম পত্রে অংশ নিয়েছে ৩ হাজার ২ শত ৬৭ জন শিক্ষার্থী। অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ৮ জন ও সমমানের পরীক্ষা দাখিলে ২ জন। ছয়টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রে ১০ জন শিক্ষার্থী অনুপস্থিত তবে পরীক্ষায় শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা বেশী বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক।