এসএসসি পরীক্ষার ১ম দিনে জুড়ীতে অনুপস্থিত ১২
প্রকাশিত হয়েছে : ২ ফেব্রুয়ারি ২০১৯, ৪:৩৭ অপরাহ্ণ
আজ থেকে সারাদেশের মতো মৌলভীবাজারের জুড়ী উপজেলায় শুরু হয়েছে এসএসসি ও দাখিল পরীক্ষা। পরীক্ষার প্রথম দিন জুড়ীতে ১৭০০ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ জন অনুপস্থিত ছিল।
এর মধ্যে এসএসসিতে জুড়ী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৯৫ জনের মধ্যে ১ জন, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৭৪ জনের মধ্যে ৪ জন ও হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৩৩ জনের মধ্যে ৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল।
অপরদিকে দাখিলের একমাত্র কেন্দ্র হযরত শাহ খাকী (র.) ইসলামীয়া মাদরাসায় ২৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২ জন অনুপস্থিত ছিল।