ফুটপাতের কাঁচামাল ব্যবসায়ীদের পৌর মার্কেটে আনলো মৌলভীবাজার পৌরসভা
প্রকাশিত হয়েছে : ২ ফেব্রুয়ারি ২০১৯, ৪:০২ অপরাহ্ণ
মৌলভীবাজারের পশ্চিমবাজারের ফুটপাত থেকে সবজি (কাঁচামাল) ব্যবসায়ীদের পৌরসভা মার্কেটে আনা হয়েছে।এতোদিন গ্রাম থেকে সবজি নিয়ে আসা অল্পপূজির ব্যবসায়ীরা সকাল থেকে বসতেন সৈয়দ মোজতবা আলী সড়কের দুপাশে। রোদ-বৃষ্টি ঝড়ে এই ব্যবসায়ীরা থাকতেন সড়কেই খোলা স্থানে। এছাড়াও যানজট লেগেই থাকতো এই সড়কে। পৌর শহরকে সুন্দর করে সাজোনোর উদ্যোগ নিয়েছে পৌর কতৃপক্ষ। ইতোমধ্যে শহরের বিভিন্ন অভ্যন্তরীন সড়ক প্রশস্ত এবং সংস্কার করা হয়েছে। শহরে যানজট কমানোরও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শহরের সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় ফুটপাতে বসা খুচরা-পাইকারি সবজি ব্যবসায়ীদের পৌর মার্কেট (সাত্তার মার্কেট) এর দু-তলায় বাজারের জন্য বসার স্থান দেয়া হয়েছে।
এই সবজিবাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র ফজলুর রহমান। এই সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ফয়সল আহম্মদ, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহম্মদ, নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন,সহকারি প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান,পৌর বহুমুখি সমবায় সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহিন আহম্মদ,বাজার পরিদর্শক নুরুজ্জামান,আব্দুল মতিনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।
গতকাল শুক্রবার এই সবজি মার্কেটে গিয়ে দেখা গেছে গ্রাম থেকে আসা ছোট ছোট সবজি ব্যবসায়ীরা নিজেদের পসরা সাজিয়ে বসেছেন এই দু-তলা মার্কেটে। ক্রেতারা বাজার করছেন নিরাপদে। পাশে মাইকে আহবান করা হচ্ছে এই বাজার থেকে ফ্রেস সবজি ক্রয় করতে। আবার মাইক থেকে ঘোষণাও দেয়া হয় এই বিক্রেতাদের নিকট থেকে কেউ যেন কোন তোলা (ভাড়া) না তুলে। বলা হয় পৌর মেয়রের বারণ আছে।