শ্রীমঙ্গলে চা শ্রমিকদের বিনামূল্যে চক্ষু সেবা
প্রকাশিত হয়েছে : ২ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৩ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই শতাধিক চা শ্রমিকদের মাঝে বিনামুল্যে চক্ষু চিকিৎসা, ওষুধ ও চশমা বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার জেরিন চা বাগানে এম এম ইস্পাহানি লিমিটেড আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার উদ্বোধন করেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম।
জেরিন চা বাগানের ব্যবস্থাপক সেলিম রেজার সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, মৌলভীবাজার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, এম এম ইস্পাহানী লি, টি এস্টেট ডিভিশনের চিফ অপারেটিং অফিসার (সিওও) গোলাম মোস্তফা, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়, জেরিন চা বাগান শ্রমিক পঞ্চায়েত সভাপতি নিতাই গোয়ালা প্রমুখ।
চক্ষু শিবির পরিচালনা করেন ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের এক ডজন চিকিৎসক সম্বলিত একটি বিশেষায়িত চক্ষু চিকিৎসক দল।