মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনের দাবীতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০১৯, ৪:৩৮ অপরাহ্ণ
মৌলভীবাজার সরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ জানুয়ারি সকাল ১১টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজ ক্যাম্পাসে এই মানববন্ধন করা হয়।
সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ছাত্র জাকের আহমদ অপুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইংরেজী বিভাগের শিক্ষার্থী আব্দুস সালাম, সানজিদা শারমিন, রসায়ন বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান, বিএনসিসি ক্যাডেট আমেনা বেগম, স্মাতক পাসের শিক্ষার্থী ফারজানা আক্তার হিমু ও তাজুল ইসলাম সাব্বির সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
এসময় তাঁরা বলেন মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচন গণতান্ত্রিক দাবি। কলেজের ১৮হাজার শিক্ষার্থীর একটাই দাবি ছাত্র সংসদ নির্বাচন। অবিলম্বে মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচন দিয়ে শিক্ষার্থীদের গণতান্ত্রীক অধিকার ফিরিয়ে দেওয়া হোক।