মৌলভীবাজারে ক্রিকেট লীগের ফাইনাল ও পুরুস্কার বিতরণী
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০১৯, ৪:০৪ অপরাহ্ণ
মৌলভীবাজার সদর উপজেলা গোরারাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত গোরারাই ক্রিকেট লীগের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরনী আজ ২৮ জানুয়ারি সোমবার দুপুরে স্থানীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনালে রিয়েল স্টার একাদশ ও ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। টসে জিতে প্রথমে স্কুল ব্যাট করে নির্ধারিত ১৫ ওভারে ১৩৬ রান করে। দলের পক্ষে রোমান ৪৩ রান করে। জবাবে রিয়েল স্টার ব্যাট করতে নেমে ৫২ রানে সবকটি উইকেট হারায়। পরাজিত দলের গোলজার ম্যান অব দ্যা ফাইনাল ও সিরিজ লাভ করেন।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরুস্কার বিতরণ করেন মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক নাহিদ আহমেদ ,গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় সভাপতি আবু মিয়া চৌধুরী, গোরারাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে নির্বাহী সভাপতি শাহ গোলজার আহমেদ, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ,আবুল হোসেন চৌধুরী, সাবেক মেম্বার খালিছুর রহমান প্রমুখ।