কুলাউড়ায় স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০১৯, ৩:১৮ অপরাহ্ণ
মৌলভীবাজারের কুলাউড়ায় স্বামী মুসলিমকে (৪০) দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন ৪ সন্তানের জননী স্ত্রী রিমা বেগম। গতকাল ২৭ জানুয়ারি রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামে এই ঘটনার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকেই রেজান বেগম পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে রিমা বেগমের সন্তানরা ঘুমিয়ে ছিলো। হঠাৎ শব্দ পেয়ে ঘুম থেকে উঠে তাঁদের বাবাকে (মুসলিম) রক্তাক্ত অবস্থায় ও মাকে ঘর থেকে বের হয়ে যেতে দেখে। পরে প্রতিবেশীদের সহযোগীতায় আহত মুসলিম উদ্দিনকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই রিমা বেগম পলাতক। পুলিশ ও স্থানীয়দের ধারণা স্ত্রী রিমা বেগমের হাতে খুন হয়েছেন স্বামী মুসলিম।
কুলাউড়া থানার ওসি শামিম মূসা পূর্বদিককে জানান নিহত মুসলিমের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।