শেরপুর থেকে জামায়াত নেতা ইমদাদুল গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০১৮, ১০:২৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর থেকে আওয়ামীলীগের সমাবেশে হামলার সন্দেহে জামায়াত নেতা ইমদাদুল হককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার সরকার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (০৯ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামীলীগ সদর উপজেলার শেরপুর বাজার গোল চত্ত¡রে সমাবেশের আয়োজন করে। সমাবেশ চলাকালে সদর উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ইমদাদুল হকের নেতৃত্বে হামলা ও ভাঙচুর চালানো হয়। হামলায় আওয়ামীলীগের নেতাকর্মীরা আহত হন। এবং সমাবেশ স্থল সহ আশপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
পরে এই ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা হয়। মামলার ২ নাম্বার আসামী ছিলেন জামায়াত নেতা ইমদাদুল হক। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সরকার বাজার থেকে তাকে গ্রেফতার করে মডেল থানা পুলিশ।
মৌলভীবাজার মডলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ বলেন, শেরপুরে আওয়ামীলীগের সমাবেশে হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় এজাহার নামীয় ২ নম্বর আসামী ইমদাদুল হককে গ্রেফতার করেছে পুলিশ। বাকী আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
এদিকে জামায়াত নেতা ইমদাদুল হককে গ্রেফতারের নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখা।