গোলাপগঞ্জে এলডিপি নেতা আকবর হোসাইনের উপর ছাত্রলীগের হামলা
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০১৮, ৮:১৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জ বাজারে দলীয় লিফলেট বিতরণ করাকালীন সময়ে ছাত্রলীগ নেতা আবু রাহাতের নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মীর দ্বারা হামলার শিকার হয়েছেন এলডিপির নেতা আকবর হোসাইন।
স্থানীয়দের নিকট থেকে জানা যায়, ভাদেশ্বর ইউনিয়ন এলডিপি নেতা আকবর হোসাইন সোমবার (১০ সেপ্টেম্বর) মীরগঞ্জ বাজারে এলডিপির লিফলেট বিতরণ করে সাধারণ জনগণকে এলডিপিতে যোগদানের
আহবান করছিলেন। সেই সময় ছাত্রলীগ নেতা আবু রাহাত কয়েকজন ছাত্রলীগ কর্মীকে সাথে নিয়ে তাকে এলোপাতাড়িভাবে
মারধর করে। স্থানীয়দের সহযোগীতায় ছাত্রলীগ নেতাকর্মীদের হাত থেকে তাকে রক্ষা করা হয়।
স্থানীয়রা জানান, এলডিপি নেতা আকবর হোসাইন বর্তমান সরকার বিরুধীয় রাজনৈতিক কর্মকান্ডের জড়িত থাকায় পূর্বেও তাকে আওয়ামীলীগ
নেতাকর্মীদের দ্বারা বহুবার নানা হুমকি ও হামলার শিকার হতে হয়।
আকবর হোসাইনের পিতা জানান যে, পূর্বেও আকবর হোসাইনকে দল ছাড়ার জন্য
বহুবার হুমকি ও হামলা করা হয়েছিল। ছাত্রলীগ নেতাকর্মীর দ্বারা হামলার শিকার হয়ে বর্তমানে আকবর হোসাইন চিকিৎসাধীন আছেন।
তিনি আরও বলেন, আওয়ামী ছাত্রলীগ নেতাকর্মীরা আকবর হোসাইনকে হামলা করার পর তিনি বহুবার থানায় অভিযোগ দায়েরের চেষ্টা করেন। কিন্তু কর্তব্যরত পুলিশ অফিসার তাদের অভিযোগ আমলে নেয়নি।
এ বিষয়ে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ সালেহ আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মীরগঞ্জ বাজারে একটি হামলার ঘটনা শুনতে পেরেছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।