লামুয়ায় জাবেদ মিয়ার বাড়িতে ফের হামলা
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০১৭, ৭:৫৩ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
লামুয়া শিক্ষার আলো প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও বিএনপি কর্মী মো. জাবেদ মিয়ার বাড়িতে ক্ষমতাসীন আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা ও ভাঙচুর করেছে। হামলায় তার মা ও বোনসহ ৩ জন আহত হয়েছেন। আজ ২৮ অক্টোবর হামলার ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউপির লামুয়া গ্রামের জাবেদ মিয়া নিজ গ্রামে শিক্ষার আলো নামের একটি প্রশিক্ষণ কেন্দ্র খোলেন। শুরু থেকেই এই প্রতিষ্ঠানের বিরোধিতা করে আসছিলেন আওয়ামী লীগের স্থানীয়রা। তারা এ প্রতিষ্ঠানকে সহ্য করতে না পেরে আজ ২৮ অক্টোবর হামলা চালিয়ে প্রতিষ্ঠানের আসবাবপত্র ভাঙচুর করেন। এ সময় তাদেরকে বাঁধা দিলে তারা জাবেদ মিয়ার মা ও বোনসহ ৩ জনকে মারধর করেন।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর তারা এই প্রতিষ্ঠানে গন্ডগোল সৃষ্টি করে। এদিন তারা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে জোরপ্রয়োগ করে এবং সকল শিক্ষার্থীদেরকে ক্লাসরুম থেকে বের করে দেয়। পরে জাবেদ মিয়াসহ ৩ জনকে আটক করে শারিরীক নির্যাতন করে। তখন স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল থেকে ছাড় পেয়ে জাবেদ মিয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি গ্রহণ করেন। মামলার প্রস্তুতির খবর পেয়ে ২৮ অক্টোবর ফের এই হামলা চালানো হয়।