হামলার পর প্রবাসীর বসতঘরে আগুন দিল আওয়ামী সন্ত্রাসীরা
প্রকাশিত হয়েছে : ৫ নভেম্বর ২০১৬, ১০:০৫ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে জায়গাজমি আত্মসাৎ করে প্রবাসীর উপর হামলার পর তার বসতঘর জ্বালিয়ে দিয়েছে আওয়ামীলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার কাটারাই বাজারে গত ৫ নভেম্বর শনিবার সন্ধ্যায়। হামলায় আহত সাইপ্রাস প্রবাসী রুহুল আমিনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
স্থানীয় ও প্রবাসীর পরিবার সূত্রে জানা যায়, কাটারাই গ্রামের আব্দুর কাদির কুয়েত থেকে তার ভগ্নিপতি স্থানীয় আওয়ামীলীগ নেতা বাদশা মিয়াকে তার বাড়িঘর ও জায়গাজমি দেখাশুনার দায়িত্ব দেন। এই সুযোগে বাদশা মিয়া আব্দুল কাদিরকে জায়গাজমি কিনার পরামর্শ দিয়ে তার নিকট থেকে বড় অঙ্কের টাকা পয়সা আনেন। কিন্তু ওই টাকা দিয়ে বাদশা মিয়া নিজের নামে জমির জায়গা কিনে নেন। বিষয়টি জানতে পেরে আব্দুল কাদিরের ছেলে সাইপ্রাস ফেরত রুহুল আমিন বাদশা মিয়ার কাছে জমির কাগজপত্র চান। এসময় বাদশা মিয়া কাগজপত্র দিতে গড়িমসি করলে আসল গোমড় ফাঁস হয়ে যায়। একপর্যায়ে বাদশা মিয়া জায়গাজমি কিনার জন্য আব্দুল কাদির তাকে কোন টাকা দেননি বলে জানান। এ নিয়ে রুহুল আমিনের সাথে বাদশা মিয়ার বিরোধ তৈরি হয়।
আজ ৫ নভেম্বর সন্ধ্যায় কাটারাই বাজারে রুহুল আমিনকে দেখে বাদশা মিয়া অকথ্যভাষায় গালিগালাজ করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বাদশা মিয়ার চাচাতো ভাই ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য হাজী আহমদ উদ্দিনের নেতৃত্বে স্থানীয় আওয়ামীলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা রুহুলের উপর হামলা চালায়। এতে তিনি মারাত্মক জখম হন। পরে তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। হামলার পর তারা আব্দুল কাদিরের বাড়িতে থাকা জায়গাজমির কাগজপত্র ও তথ্যপ্রমাণ লুট করতে তার বসতঘরে ভাঙচুর চালায় এবং তাতে আগুন দেয়। আগুনে ঘরের মূল্যবান আসবাবপত্রসহ পাশের গোয়ালঘরে থাকা গবাদিপশু পোড়ে মারা যায়। এসময় আব্দুল কাদিরের স্ত্রী ও মেয়েদের শ্লীলতাহানী করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। বর্তমানে ছোট ৩ মেয়েকে নিয়ে বাড়িছাড়া রয়েছেন প্রবাসীর স্ত্রী। আহত রুহুল আমিনের পরিবার বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকায় মৌলভীবাজার থানা পুলিশ মামলা নিতে গড়িমসি করছে বলে অভিযোগ রয়েছে।
আহত রুহুল আমিন শাহজালাল ওয়েলফেয়ার ট্রাস্ট মৌলভীবাজার, লতিফিয়া স্টুডেন্ট ফোরাম মৌলভীবাজার, কাটারাই সমাজকল্যাণ সংস্থা ও সিলসিলা ইসলামিক সোসাইটি সাইপ্রাসসহ দেশে বিদেশে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত।