রাজনগর চা বাগানের ব্যবস্থাপক আমিনুল ইসলামের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০১৬, ৬:১৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের রাজনগর চা বাগানের ব্যবস্থাপক আমিনুল ইসলাম (মতিন) এর প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে রাজনগর চা বাগানের সর্বস্তরের শ্রমিক জনতা।
রবিবার (১২ জুন) সকালে মৌলভীবাজার পৌর শহরে বিক্ষোভ মিছিলটি ঘুরে প্রেসক্লাব চত্ত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপস্থিত শ্রমিক জনতা বলেন, চা বাগানের ব্যবস্থাপক বিভিন্ন রকমের অত্যাচার, নির্যাতন, হামলা, মামলা ও হাজিরা বন্ধ সহ নানান সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে চা শ্রমিকরা তাকে বাগান থেকে জুতার মালা দিয়ে বের করে দেওয়া হয়। বর্তমানে তিনি মৌলভীবাজার অবস্থান করে তার সন্ত্রাসী বাহীনি দিয়ে নিরীহ চা শ্রমিকদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে এতে গুরুতর আহত হয়ে চার জন ওসমানী মেডিকেল ও তিন জন মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চা বাগানের ছাত্র-ছাত্রীদেরকেও সন্ত্রাসীদের দিয়ে হুমকি ধামকি দিচ্ছেন। এতে তারা নিরাপত্তা হীনতায় ভুগছে।
বর্তমানে চা শ্রমিকদের হাজিরা বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও চা শ্রমিকরা বাগানের কাজ এখন ও চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে ৪ জন চা শ্রমিক সন্তান সহ বাগানের অভিভাবক শ্যামলালকে মিথ্যা মামলায় জেলে আটকে রাখা হয়েছে।