বিয়ানীবাজারে হত্যা মামলার আসামীর স্ত্রী-শাশুরীর উপর হামলার অভিযোগ
প্রকাশিত হয়েছে : ৫ ফেব্রুয়ারি ২০১৬, ৭:৩৬ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টারঃ
সিলেটের বিয়ানীবাজারে হত্যা মামলার পলাতক আসামীর স্ত্রী ও শাশুরীর উপর বাদী পক্ষ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১৫ জানুয়ারী রাতে উপজেলার কসবা গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। বিশ্বস্থ সূত্রমতে,স্থানীয় আওয়ামীলীগ নেতা লোকমান আহমদের ভাই তারেক আহমদ হত্যা মামলার প্রধান আসামী কাশিম আহমদের স্ত্রী সুলতানা বেগম তার মায়ের সাথে গ্রামের বাড়ি কসবায় ছিলেন। ১৫ জানুয়ারী রাত ৯ টার দিকে লোকমান আহমদের অনুসারীরা জোরপূর্বক ঘরে ঢুকে তাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা চালায়। এসময় সুলতানার বৃদ্ধ মা হোসনে আরা বেগম বাধা দিলে হামলাকারীরা পিঠিয়ে তার পা ভেঙ্গে দেয়। এ ঘটনায় পলাতক আসামী কাশিমের স্ত্রী থানায় মামলা করতে গেলে পুলিশ তার মামলা গ্রহণ করেনি বলে তিনি অভিযোগ করেছেন। সুলতানা বেগম সাংবাদিকদের বলেন,’আমার স্বামী মামলার আসামী। তিনি প্রাণ বাঁচাতে কোথায় আত্বগোপন করেছেন আমি জানি না। এ অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী ও মামলার বাদী পক্ষ আমাকে সবসময় হয়রানী করছে। বাদীর ক্যাডাররা আমাকে অপহরণ করার জন্য হামলা চালিয়েছে,আমার মায়ের পা ভেঙ্গে দিয়েছি। এ অবস্থায় আমি চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। পুলিশ,আইন,বিচারালয় কোথায়ও আমি ন্যায় বিচারের আশা দেখছি না।’
উল্লেখ্য,২০১৫ সালের ১ ডিসেম্বর জমি সংক্রান্ত বিরোধে খুন হয়েছিলেন আওয়ামীলীগ নেতা লোকমান আহমদের ছোট ভাই তারেক আহমদ। এ ঘটনায় কাশিম আহমদ ও আরিফ আহমদের বিরোদ্ধে থানায় লোকমান আহমদ বাদী হয়ে মামলা করেছেন। ঘটনার পর থেকে আসমীরা পলাতক।