কুলাউড়ায় জনসংযোগে সৈয়দা সাবরিনা সারমিন
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০১৫, ১১:১৭ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
কুলাউড়া পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী এ কে এম সফি আহমদ সলমানের পক্ষে জনসংযোগ করলেন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর কন্যা ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দা সাবরিনা সারমিন।
রোববার দুপুরে তিনি কুলাউড়া উপজেলা ছাত্রলীগের দায়িত্বশীলদের সাথে নিয়ে পৌর এলাকার ২নং ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় গিয়ে শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এ কে এম সফি আহমদ সলমানের পক্ষে জনসংযোগ করেন।
এসময় তাঁর সাথে ছিলেন, মৌলভীবাজার জেলা ছাত্রলীগ যুগ্ম সম্পাদক আরিফ নেওয়াজ রাফি, সাবেক ছাত্রলীগ নেতা খলিলুর রহমান সাহেল, ছাত্রনেতা হাসান আহমেদ তারেক, মৌলভীবাজার কলেজ ছাত্রলীগ ক্রীড়া বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ শিপু, পৌর ছাত্রলীগ যুগ্ম সম্পাদক এস মাহমুদ ইয়াছিন, কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক হোসেন মনসুর উদ্দিন, আমার কুলাউড়ার সম্পাদক জীবন রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি সেলিম মিয়া, আনোয়ার আলম, সাধারণ সম্পাদক রুবেল আহমদ, যুগ্ম সম্পাদক তায়েফ মো. নিয়াজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু জাহিদ, সজীব চৌধুরী, সুদীপ্ত চৌধুরী সত্যম, সদস্য আব্দুল লতিফ, কলেজ ছাত্রলীগ নেতা রুমেল আহমদ প্রমুখ।