কুলাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০১৫, ৭:০৯ অপরাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
কুলাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ কে এম শফি আহমদ সলমান শুক্রবার দুপুরে কুলাউড়া ডাক বাংলো মাঠে এক সভায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
নির্বাচনী ইশতেহার ঘোষণা উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, দেশে যে উন্নয়নের ধারা অব্যাহত আছে, সেই ধারার প্রতীক নৌকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করে সেই উন্নয়নের ধারায় অংশগ্রহণের জন্য তিনি কুলাউড়া পৌরবাসীকে আহ্বান জানান।
তিনি আরও বলেন, আগামী ৩০ ডিসেম্বর কুলাউড়া পৌরসভায় নৌকার প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে ছাত্রলীগ নেতৃবৃন্দকে একযোগে কাজ করতে হবে।
সভায় কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি আবু আহবাব চৌধুরী শাহজাহানের সভাপতিত্বে এবং সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম ছামাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, সাবেক এ্আইজি সৈয়দ বজলুল করিম, সিলেট আওয়ামী লীগ মহানগর সাংগঠনিক সম্পাদক ও ক্রীকেট বোর্ডের পরিচালক শফিউল আলম নাদেল, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ভূকশিমইল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, জেলা আওয়ামী লীগ সদস্য অ্যাডভোকেট আতাউর রহমান শামীম, উপজেলা শ্রমিক লীগ সভাপতি সিপার উদ্দিন আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল বাছিত রুম্মান, সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী, মৌলভীবাজার জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান রনি ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি, কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক মো. শাহাজান, বিআরডিবির চেয়ারম্যান মো. ফজলুর রহমান ফজলু, পৌর কাউন্সিলর ইকবাল আহমদ শামীম প্রমুখ।