মৌলভীবাজারে এনসিটিএফ বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০১৫, ৬:৫৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিনিধি ::
সেভ দ্য চিলড্রেন, প্ল্যান বাংলাদেশ, বাংলাদেশ শিশু একাডেমী ও ম্যাক বাংলাদেশ এর সহযোগিতায় শিশু একাডেমী অডিটরিয়ামে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) এর বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
জেলা এনসিটিএফ এর সদস্যরা প্রত্যক্ষ ভোটে মুনতাসির তারেক আজিজ সভাপতি, ও সাদিয়া ওয়াসিমা লিলিকে সাধারণ সম্পাদক করে ১১সদস্য বিশিষ্ট জেলা এনসিটিএফ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সুমা আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমন পাল, সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল, চাইল্ড পার্লামেন্ট সদস্য (ছেলে) দ্বীপ্র ধর, চাইল্ড পার্লামেন্ট (মেয়ে) সদস্য ডলি আক্তার, শিশু গবেষক মো. সামিন বখ্স সাদী, শিশু গবেষক সৈয়দা আয়েমা আক্তার, শিশু সাংবাদিক কৃর্তিময় রায়, শিশু সাংবাদিক রিপা আক্তার।
উক্ত নির্বাচনে প্রদান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, ফাইকা জান্নাত পিউলি, কামরুল ইসলাম ও মাহফুজুর রহমান মাহদী।
পরে শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম শেফুল, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, কবি ও গবেষক মাহফুজুর রহমান, দুরুদ আহমদ, শিক্ষক মাধুরী মজুমদার, আব্দুল মুতলিব, ম্যাক এর নির্বাহী পরিচালক এস,এ হামিদ প্রমুখ।
অনুষ্ঠানে জেলা পর্যায়ের বিভিন্ন বিদ্যালয়ের ২৩০ শিশু অংশ নেয়।