পৌষের শীতে দেশের সর্বনি¤œ তাপমাত্রা ৬.৩ ডিগ্রী সেলসিয়াস
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০১৫, ১১:১২ পূর্বাহ্ণ
আলী হোসেন রাজন :
কুয়াশা, শিশির আর শীতল সৌন্দর্যের ঋতু শীত। প্রকৃতি ও জনজীবনে শীতের আমেজ শুরু হয়ে গেছে বেশ আগেই। কাগজ কলমে পঞ্চম ঋতু শীত শুরু হল পৌষ মাসের প্রথম দিনে। ঋতু বৈচিত্র্যের নিজস্বতায় শীত থাকবে মাঘ পর্যন্ত। পৌষের প্রথম দিনের সকাল থেকেই প্রকৃতি জানান দিচ্ছে শীত আগমন বার্তা। ঘন কুয়াশার সঙ্গে বইছে মৃদু বাতাস আর একটু একটু করে বাড়ছে শীত।
জেলার শ্রীমঙ্গলে মঙ্গলবার সকাল ৯টায় দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় রেকর্ড করা হয় ৬ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।
শ্রীমঙ্গলস্থ আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হারুন অর রশিদ জানান, এটি শ্রীমঙ্গলের সর্বনি¤œ তাপমাত্রা এবং একই সাথে এ মৌসুমে দেশেরও সর্বনি¤œ তাপমাত্রার রেকর্ড। তিনি আরো জানান, আকাশে ঘন কুঁয়াশা না থাকায় শীতের তীব্রতা বেড়ে গেছে। তাপমাত্রার এ অবস্থা আরও কয়েকদিন এ ভাবে থাকতে পারে।
গত ১৭ ডিসেম্বর থেকে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শীত ও শীত জনিত বিভিন্ন রোগে শিশু ও বৃদ্ধ আক্রান্তের সংখ্যা বাড়ছে। গরীব ও নি¤œ আয়ের মানুষ ফুটপাতে ছুটছেন কম মূল্যে গরম কাপড় কেনার জন্য আবার কেউ কেউ পেটের দায়ে ছুটছেন কাজের সন্ধানে। এছাড়াও খড়কুটা জ্বালিয়ে অনেকে শীত নিবারণের চেষ্টা করছেন।
মৌলভীবাজার সদর হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে শীতজনিত শ্বাস কষ্ট, নিউমোনিয়া, জ্বর, স্বর্দি কাশি রোগে আক্রান্ত রুগীর সংখ্যা সবচেয়ে বেশী। এদিকে নানা অনুষঙ্গে শীত উপভোগ্য হলেও ঘরহীন মানুষের কাজে শীত দুর্ভোগের ঋতু। অসহায় শীতার্ত মানুষের সহায়তায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে সাহায্যের হাত বাড়াতেও দেখা গেছে শীতের সময়।