কুলাউড়ায় ৬ প্রার্থীকে কারণ দর্শানো নোটিশ ও জরিমানা
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০১৫, ৬:৩০ অপরাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
কুলাউড়া পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ফের ২ মেয়র প্রার্থীকে কারণ দর্শানো নোটিশ ও চার কাউন্সিলর প্রার্থীকে ২৩হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজারের জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ রাত ৯টায় মোবাইলে জানান, দেয়ালে পোস্টার লাগানোয় মেয়র পদে আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী একেএম সফি আহমদ সলমান ও বিএনপির (ধানের শীষ) প্রার্থী কামাল উদ্দিন আহমদকে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়াও দেয়ালে পোস্টার লাগানোর দায়ে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সেলিম খান, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনজুর আলম চৌধুরী খোকন ও একই ওয়ার্ডের অপর কাউন্সিলর প্রার্থী আজিজুর রহমান খোকনকে জনপ্রতি ৭ হাজার টাকা করে ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মুরাদ আহমদকে বিনা অনুমতিতে প্রধান সড়কে পথসভা করে যাতায়াতে বিঘœ সৃষ্টি করায় ২হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে অন্যান্যের মধ্যে কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।