কমলগঞ্জ: ২৮ কাউন্সিলর প্রার্থীর ১জন বিএ, ২জন উচ্চ মাধ্যমিক ও ৪জন এসএসসি পাশ
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০১৫, ৯:৫৮ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
আসন্ন কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী ২৮জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে একজন বিএ, দুইজন উচ্চ মাধ্যমিক ও চারজন এসএসসি পাশ করেছেন। বাকীরা স্বশিক্ষিত ও ৫ম শ্রেণী থেকে শুরু করে নবম শ্রেণী পর্যন্ত স্বাক্ষরজ্ঞান সম্পন্ন।
নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের হলফনামা সূত্রে জানা যায়, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর আনসার শুকরানা মান্না বিএ (¯œাতক) পাশ করেছেন। ১নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী অর্জুন দেব ও ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন উচ্চ মাধ্যমিক পাশ করেছেন।
২ নম্বর ওয়ার্ডে সৈয়দ কামারুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডে মো: সাইয়িদ মিয়া, ৭নম্বর ওয়ার্ডে আশরাফুর হক বদরুল ও ৯ নম্বর ওয়ার্ডে মো: বখতিয়ার খান এসএসসি পাশ করেছেন। ২ নম্বর ওয়ার্ডে দুইজন প্রার্থী যথাক্রমে হেলাল মিয়া ও শেখ মো: জসিম উদ্দীন নবম শ্রেণী উত্তীর্ণ। পাঁচজন কাউন্সিলর প্রার্থী যথাক্রমে ১নং ওয়ার্ডে রাহেল আহমদ জহির, ২নং ওয়ার্ডে সৈয়দ জামাল হোসেন, ৩নং ওয়ার্ডে লিটন মিয়া, ৪নং ওয়ার্ডে আফজাল মিয়া ও ৬নং ওয়ার্ডে শাহনেওয়াজ এলাহী ৮ম শ্রেণী উত্তীর্ণ হয়েছেন।
৫নং ওয়ার্ডে ইয়াছিন মিয়া ৬ষ্ঠ শ্রেণী ও ৬ নং ওয়ার্ডে রফিকুর ইসলাম ৫ম শ্রেণী উত্তীর্ণ হয়েছেন। বাকী ১২জন কাউন্সিলর প্রার্থী যথাক্রমে মতিন আলী, মো: মোশাহিদ আলী, মো: সফিক মিয়া, মো: রমুজ মিয়া, আব্দুল হামিদ, ছাদ আল মো: আনোয়ার হোসেন, মো: মুজিবুর রহমান, গোলাম মুগ্নি মুহিত, আহাদুর রহমান বুলু ও রাহেল মতলিব তরফদার স্বশিক্ষিত।