কুলাউড়ায় জাপা প্রার্থীর নির্বাচনী সভা
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০১৫, ১০:৫৪ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
কুলাউড়ায় জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত প্রার্থী মুহিবুর রহমান লাল মাস্টারের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭টায় কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতির পরিনগরের বাসভবনে উপজেলা সভাপতি লুৎফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জাপার সভাপতি সৈয়দ শাহাবুদ্দিন আহমদ। এসময় তিনি দলের স্বার্থে গ্রুপিং বাদ দিয়ে উপজেলা ও পৌর নের্তৃবৃন্দরা ঐক্যবদ্ধ হয়ে আসন্ন পৌর নির্বাচনে সাবেক রাষ্ট্রপতি ও পল¬ীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের মনোনীত প্রার্থী জাপা নেতা মুহিবুর রহমান লাল মাস্টারের (লাঙ্গল) মার্কা প্রতীকের পক্ষে কাজ করে যাওয়ার আহবান জানান।
বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল হক, জেলা সহ-সভাপতি ও বড়লেখা উপজেলা সভাপতি এডভোকেট আফজাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা জাপা সাধারণ সম্পাদক মো. গিয়াস মিয়া, পৌর সাধারণ সম্পাদক আব্দুল বাছিত লেবু, উপজেলা যুব সংহতির সভাপতি শেখ আশরাফ উদ্দিন হিরু, রেলওয়ে শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, জাপা নেতা আজির আলী, আব্দুল মুমিন প্রমুখ।
উক্ত সভায় উপজেলা সভাপতি লুৎফুল হক পৌর সাধারণ সম্পাদক মো. গিয়াস মিয়া, উপজেলা সহ-সভাপতি আজির মিয়া, জাপা নেতা মবশ্বির ও হাজির আলীকে সদস্য করে ৭ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি গঠন করা হয়।