৩৩ প্রার্থীই প্রাথমিক শিক্ষার গ-ি পেরুন নি
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০১৫, ১০:৫২ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৫০ জন প্রার্থীর মধ্যে ৩৩জন প্রার্থীই প্রাথমিকের গ-ি পেরোতে পারেননি। নির্বাচন কমিশনে জমা দেয়া প্রার্থীদের হলফনামা থেকে এই তথ্য জানা গেছে।
এদিকে বাকী মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মধ্যে মাধ্যমিকের গ-ি পেরোতে পারেনি ৩জন, এসএসসি পাস ৫ জন, এইচ এসসি পাস ৩ জন, ¯œাতক পাস ১জন ও ¯œাতোকোত্তর ১জন।
৪জন কাউন্সিলর প্রার্থীর হলফনামার তথ্য পাওয়া যায়নি।