কুলাউড়ায় মেয়ে শিশুকে নিয়ে আত্মহত্যা করলেন মা
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০১৫, ১১:১০ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
কুলাউড়া উপজেলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা ও মেয়ে আত্মহত্যা করেছেন। সোমবার ভোরে উপজেলার মনু রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুলাউড়া উপজেলার কটারকোনা গ্রামের বাসিন্দা মছদ্দর আলীর স্ত্রী জাহানারা বেগম (২৮) ও তার এক বছরের মেয়ে ইমা।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে ভোরে কোন এক সময় মনু রেল স্টেশনে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।
হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.মাহমুদ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করেছে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য মরদেহ দুটি মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।