সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০১৫, ৫:০৮ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সাধারণ সভা সম্প্রতি সীমান্তের ডাক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ সাংবাদিক সমিতি সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও মৌলভীবাজার জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আনহার আহমদ সমশাদ বলেছেন, সাংবাদিক সমিতি সংবাদ কর্মীদের একটি বৃহৎ সংগঠন। সংগঠনটির নের্তৃত্বে রয়েছেন দেশ বরেণ্য সাংবাদিকরা। সাংবাদিকতা একটি মহান পেশা। এ সংগঠন স্বতন্ত্র প্রতিষ্ঠান তাই যার যার অবস্থান থেকে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে সাংবাদিক সমিতির সকল সদস্যদের প্রতি আহবান জানান। তিনি কুলাউড়া উপজেলা ইউনিটের সফল কার্যক্রমের প্রশংসা করেন।
এছাড়াও বক্তব্য রাখেন, মানব ঠিকানার সাবেক বার্তা সম্পাদক স্বপন কুমার দেব রতন, প্রবাসী সাংবাদিক হাবিবুর রহমান ফজলু, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি প্রভাষক মানজুরুল হক, সাবেক সাধারণ সম্পাদক সঞ্জয় দেবনাথ, সিনিয়র সহ-সভাপতি মু. ইমাদ উদ-দীন, সহ-সভাপতি বিশ্বজিৎ দাস, নির্বাহী সদস্য মোক্তাদির হোসেন, শহীদুল ইসলাম তনয়, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শরীফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরী, কোষাধ্যক্ষ শাহ আলম শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক চয়ন জামান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাইদুল হাসান সিপন, দৈনিক উত্তরপূর্ব প্রতিনিধি আব্দুল কুদ্দুছ, সীমান্তের ডাকের চীফ রিপোর্টার এস আলম সুমন, নির্বাহী সদস্য সৈয়দ আশফাক তানবীর, সুমন আহমেদ, প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের, সদস্য নাজমুল বারী সোহেল, জিয়াউল হক জিয়া, মাহফুজ শাকিল, সীমান্তের ডাকের রাউৎগাও প্রতিনিধি এস.এইচ. সৈকত, সীমান্তের ডাকের ব্যবস্থাপক তসিম হাসান প্রমুখ।
উক্ত সভায় সাংবাদিক সমিতির সকল সদস্যদের উপস্থিতিতে সংবাদ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।