শ্রীমঙ্গলে ১০ লক্ষ টাকার অবৈধ জাল আটক
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০১৫, ৫:০৫ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি :
শ্রীমঙ্গলের হাইল হাওরের মুক্ত জলাশয়ে অবৈধ জালবন্দি মাছের ঘের উচ্ছেদ করে প্রায় ১০ লক্ষ টাকার জাল পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
১৩ ডিসেম্বর হাইল হাওরের মির্জাপুর অংশে গোপলা নদীর চতুর্থ খ-, কাজী কাটা চেংরাছড়া, বসনীর খাল বুদা, বইশা ও সানন্দা বিল এলাকায় অভিযান চালিয়ে কয়েক হাজার মিটার জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন মৌলভীবাজারের আরডিসি কে এম সালাহউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল হুদা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান খান, শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাব্বি।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, এক শ্রেণীর প্রভাবশালী লোক হাওরের জলাশয়ে অবৈধভাবে জাল দিয়ে ঘিরে রাখে। যার ফলে হাওরে মৎস্য চাষী ও কৃষকরা নৌকা নিয়ে চলাচল করতে পারেন না। তাই এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে প্রায় ১০ লক্ষ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।