কুলাউড়ায় ভোট যুদ্ধে দম্পতি
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০১৫, ৫:০২ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
জেলার কুলাউড়ায় মুরাদ আহমদ ও তার স্ত্রী শারমিন আক্তার শিউলি আসন্ন পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বামী-স্ত্রীর ভোট যুদ্ধ এখন তুঙ্গে। তারা দুজনেই ভোট প্রার্থণায় চষে বেড়াচ্ছেন ওয়ার্ডের সাধারণ ভোটারের দ্বারে দ্বারে। সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীন গতিতে ছুটছেন ভোটারদের কাছে।
এই দম্পত্তি কুলাউড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা।
একই ওয়ার্ডের ভোটার শাহ আলম ও আব্দুল হাই বলেন, দম্পতির প্রচারণায় পুরো ওয়ার্ডে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে। প্রিয় প্রার্থীর নাম না বলে জানান, সময়মতো পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।
এদিকে গত দুই নির্বাচনে মুরাদ আহমদ মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে ভোট যুদ্ধে পরিজিত হয়ে স্ত্রীর কাছে বেকায়দায় রয়েছেন বলে জানা যায়।
স্বামী মুরাদ আহমদ বলেন, নির্বাচনী ভোট যুদ্ধে তার স্ত্রী শিউলি পাত্তাই পাবে না। অপর দিকে শিউলি চ্যালেঞ্জ করে বলেন, স্বামীর চেয়ে তার জনপ্রিয়তা বেশি তাই তিনি জয়ী হবেন বলে আশাবাদী।