কুলাউড়ায় বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০১৫, ৪:৩৬ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
কুলাউড়ায় বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের গ্রাহকরা বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কায় রয়েছেন। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়।
কুলাউড়া বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্র সূত্রে জানা যায়, কুলাউড়া বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের শহর, ব্রাহ্মণবাজার ও ইসলামগঞ্জ এই তিনটি ফিডারের অধীনে প্রায় ১৯হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছেন। গত এক মাস ধরে একটি ফিডারের ব্রেকার পুরোপুরি বিকল হয়ে যাওয়ায় বর্তমানে দুটি ব্রেকার দিয়ে এই তিনটি ফিডারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১১ কেভির ইসলামগঞ্জ ফিডারের অধীনে প্রায় ১০হাজার গ্রাহক রয়েছেন। গত নভেম্বর মাস থেকে এই ফিডারের ব্রেকারটি নষ্ট হয়ে যায়। ব্রেকারটি নষ্ট থাকায় ইসলামগঞ্জ ফিডারের গ্রাহকদের ব্রাহ্মণবাজার ফিডারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। অপরদিকে ব্রাহ্মণবাজার ফিডারের গ্রাহকদের শহর ফিডারের আওতাভুক্ত করা হয়েছে।
গত দুসপ্তাহ ধরে প্রতিদিনই ঘন ঘন বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন হচ্ছেন গ্রাহকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক কুলাউড়া বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের এক কর্মকর্তা বলেন, বর্তমানে দু’টি ফিডারের মাধ্যমে এই বিপুল সংখ্যক গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। ইসলামগঞ্জ ফিডারের ব্রেকারটি চালু না হলে যে কোন সময় বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় ঘটতে পারে।
কুলাউড়া বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, ব্রেকারটি স্থাপনের কাজ চলছে। শীঘ্রই ব্রেকারটি চালু করা হবে।