শনিবার সৈয়দ মহসীন আলীর ৬৭তম জন্মদিন
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০১৫, ৬:১৫ পূর্বাহ্ণ
তমাল ফেরদৌস ::
আজ ১২ ডিসেম্বর মরহুম সমাজকল্যাণমন্ত্রী ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলীর ৬৭তম জন্মদিন।
১৯৪৮ সালে ১২ ডিসেম্বর মৌলভীবাজার শহরের দর্জিরমহল এ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ আশ্রব আলী ও মাতার নাম আছকিরুন্নেছা খানম। তিনি তিন কন্যা সন্তানের জনক।
এদিকে তার জন্মদিনে পারিবারিক ও দলীয়ভাবে দোয়া, মিলাদ মাহফিল ও শিরণী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঢাকা হাইকোর্ট মাজারে ও মৌলভীবাজারে হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী (র.) এর মাজারে শিরণী বিতরণ করা হবে। এছাড়া জেলা ছাত্রলীগের পক্ষ থেকেও জন্মদিন পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
২০১৪ সালের ১২ জানুয়ারি তিনি সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭১ সালে মাত্র ২৩ বছর বয়সে তিনি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্রলীগের রাজনীতিতে ও একই সাথে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য, সেক্টরস কমান্ডার ফোরামের কেন্দ্রীয় সদস্য, মুক্তিযোদ্ধা কাউন্সিল সদস্য, জেলা ও বিভাগীয় মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন।
১৯৮৮ থেকে ২০০৫ পর্যন্ত জেলা আওয়ামীলীগ সভাপতি, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর সংসদ নির্বাচনে জয়ের পর তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, ১৯৯২ সালে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয় থেকে শ্রেষ্ঠ চেয়ারম্যানের পুরষ্কার, ১৯৭৬-১৯৮৪ সাল পর্যন্ত মহকুমা/জেলা রেডক্রিসেন্ট এর সাধারণ সম্পাদক, চেম্বার সভাপতি, জেলা শিল্পকলার সাধারণ সম্পাদক, মুক্তিয্দ্ধু ও সমাজসেবায় অসামান্য অবদানের জন্য তিনি ভারতের ‘আচার্য দীনেশ চন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক ২০১৪ ও নেহেরু সাম্য সম্মাননা ২০১৪ পুরষ্কার পান। তিনি ভারতের কোলকাতা থেকে এমবিএ ডিগ্রি প্রাপ্ত হন। তিনি বাংলা, ইংরেজী, হিন্দি ও উর্দু ভাষায় অনর্গল কথা বলতে পারতেন।
তিনি মৌলভীবাজার পৌরসভার তিন বারের নির্বাচিত চেয়ারম্যান, মৌলভীবাজার সদর (মৌলভীবাজার-রাজনগর) আসনের দুই বারের সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক সংগঠক ও পৃষ্ঠপোষক ছিলেন।
চলতি বছরের ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই ক্ষণজন্মা মানুষটি।