দিনাজপুরে মন্দিরে হামলার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০১৫, ৮:৫৯ পূর্বাহ্ণ
আলী হোসেন রাজন ::
দিনাজপুর ইস্কন নামহট্ট মন্দিরে অনুষ্ঠান চলাকালে বোমা হামলা ও গুলি বর্ষণের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ইস্কন মৌলভীবাজার।
শুক্রবার সকাল ১০টায় শহরের চৌমোহনা চত্বরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে রতেœশ্বর দাশ ব্রহ্মচারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মৌলভীবাজার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল, ধীরাজ সরকার, এডভোকেট প্রীতম দও, দাদশা গোপাল প্রমুখ।
বক্তারা এসময় ঘটনার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে অবিলম্বের দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।