মৌলভীবাজারে ১০ জয়িতা সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০১৫, ৭:১৫ পূর্বাহ্ণ
নজরুল ইসলাম মুহিব ::
আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর) পালন উপলক্ষে সমাজের বিভিন্ন কাজে অবদানের স্বীকৃতিস্বরুপ তৃণমূল পর্যায়ে সফল ১০জন নারীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জয়িতা অন্বেষণ বাংলাদেশ প্রকল্পের আওতায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই সংবর্ধনা দেয়া হয়। মৌলভীবাজার জেলা ও সদর উপজেলার জয়িতাদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান।
গত ৯ ডিসেম্বর বিকেলে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সায়েদা আকতার এর সভাপতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিমউদ্দিন মাসুদ এর পরিচালনায় জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আয়েশা আক্তার, সুমি বেগম, ফেরদৌসী সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারুক আহমদ (এডিএম), স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাকারিয়া, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলার পর্যায়ে শ্রেষ্ঠ ৫জন জয়িতা নির্বাচিত হন। অর্থনীতিতে অবদানের জন্য রিতা রানী সাহা, সফল জননী বাসন্তী লমুরং, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফলতার জন্য আয়েশা আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে কাজ শুরু করার জন্য সাহেনা বেগম, সমাজ উন্নয়নে অবদানের জন্য মোছাম্মাৎ রোজিনা আক্তার।
একই সময়ে সদর উপজেলার ৫ জয়িতাকে পুরস্কৃত করা হয়। সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৫জন জয়িতা নির্বাচিত হন। অর্থনীতিতে অবদানের জন্য রাহেলা আক্তার, সফল জননী বিনতী পাল, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফলতার জন্য ফেরদৌসি সুলতানা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে কাজ শুরু করার জন্য আনোয়ারা বেগম, সমাজ উন্নয়নে অবদানের জন্য সুমি বেগম।
জেলা মহিলা বিষযক অধিদপ্তর কর্তৃক জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে যার লক্ষ্য হচ্ছে দেশের তৃণমুল পর্যায়ে সফল নারীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করা। #