সকালের খবরের নিয়োগ পেলেন আবদুল বাছিত বাচ্চু
প্রকাশিত হয়েছে : ৮ ডিসেম্বর ২০১৫, ৬:১০ অপরাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
দৈনিক সকালের খবর পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আবদুল বাছিত বাচ্চু। গত ৩০ নভেম্বর দৈনিক সকালের খবর পাবলিকেশন্স লিমিটেডের পক্ষে পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক তানীম আজিজ খান স্বাক্ষরিত এক পত্রে ১লা ডিসেম্বর থেকে নিয়োগটি কার্যকর করা হয়েছে।
ইতিপৃর্বে ২৬ অক্টোবর অপর এক পত্রে কর্তৃপক্ষ তাকে ৩ মাসের জন্য সাময়িক নিয়োগ প্রদান করেছিল। পাশাপাশি সন্তোষজনক কর্মদক্ষতা বিবেচনায় স্থায়ী নিয়োগের জন্য তিন মাসের সময় দেওয়া হয়।
জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ায় আবদুল বাছিত বাচ্চু দৈনিক সকালের খবর পাবলিকেশন্স লিমিটেড কর্তৃপক্ষকে প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানোর পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনকালে জেলার সাংবাদিক সমাজ তথা সকলের সহযোগিতা কামনা করেছেন ।
আবদুল বাছিত বাচ্চু স্কুল জীবনে সিলেটের প্রাচীন সাপ্তাহিক “যুগভেরী’’ (বর্তমানে দৈনিক) চিঠিপত্র কলামে এলাকার সমস্যার কথা লিখার মাধ্যমে তার লেখালেখির হাতে খড়ি ।
মৌলভীবাজার সরকারি কলেজে অধ্যয়নকালে একঝাঁক তরুণকে নিয়ে বের করেন সাহিত্যের কাগজ ‘শিশির’। পরবর্তীতে এম সি কলেজের বাংলা বিভাগে অধ্যয়নকালে তিনি একটি দৈনিক পত্রিকার কলেজ প্রতিনিধি ছিলেন। এ সময় সিলেট থেকে প্রকাশিত দৈনিক মানচিত্র পত্রিকায়ও নিয়মিত লিখেছেন। ১৯৯৭ সালে কুলাউড়ায় সাপ্তাহিক মানব ঠিকানা পত্রিকার বার্তা সম্পাদক পদে একজন পেশাদার সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। তার পেশাদার রিপোটিং ও সুচিন্তিত দিক নির্দেশনার কারণে পত্রিকাটি কুলাউড়ায় ব্যাপক পাঠকপ্রিয়তা পায়। তিনি এ সময় জাতীয় দৈনিক মানবজমিন, ভোরের কাগজ ও সমকালের প্রতিনিধি হিসেবে কাজ করেন। এছাড়া সিলেটের জনপ্রিয় দৈনিক শ্যামল সিলেট পত্রিকার বার্তা সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন তিনি।