মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন
প্রকাশিত হয়েছে : ৬ ডিসেম্বর ২০১৫, ৯:৫৬ পূর্বাহ্ণ
পূর্বদিক রিপোর্ট ::
মৌলভীবাজার সদর পৌরসভার বিএনপি দলীয় মেয়র প্রার্থী অলিউর রহমানের মনোনয়নপত্র বাতিলের প্রতিবাদে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে মৌলভীবাজার পৌর বিএনপি। রোববার দুপুর আড়াইটায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, মনোনয়নপত্র যাচাই-বাছাই এর শেষদিন রোববার (০৬ ডিসেম্বর) মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মো. মাসুকুর রহমান সিকদার ক্ষমতাসীন দলের বশীভূত হয়ে সরকারি দলের নেতৃবৃন্দের অবৈধ হস্তক্ষেপে শুনানীতে আমাদেরকে সুযোগ না দিয়ে সর্বশেষ আয়কর রিটার্ণের কপি নেই মর্মে উল্লেখ করে ধানের শীষের মেয়র প্রার্থী অলিউর রহমানের বৈধ মনোনয়নপত্র বেআইনীভাবে বাতিল ঘোষণা করেন।
অথচ মেয়র প্রার্থী অলিউর রহমানের মনোনয়নপত্র সংক্রান্ত যাবতীয় কাগজপত্রাদি যথাসময়ে পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করি। যার ফেরত কপি আমাদের কাছে সংরক্ষিত আছে।
আমরা মনে করি সরকারের নীল নকশা বাস্তবায়নের পূর্ব পরিকল্পনানুযায়ী প্রত্যেক জেলা সদরের পৌরসভা দখল করার হীন উদ্দেশ্যে আমাদের প্রার্থীকে বেআইনীভাবে বাতিল ঘোষণা করা হয়েছে।
আমরা জেলা প্রশাসকের কাছে আপীলসহ নির্বাচন কমিশনের কাছে এবিষয়ে লিখিত আবেদন করবো বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি প্রতিষ্ঠাতা আব্দুল ওয়ালি সিদ্দিকী, যুগ্ম সম্পাদক আব্দুল মুকিত, পৌর বিএনপি সভাপতি আনোয়ার আক্তার চৌধুরী শিউলি, সদর থানা বিএনপি সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম রিপন, পৌর বিএনপি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, জাসাস সভাপতি মারুফ আহমদ প্রমুখ।