কমলগঞ্জে ৬জন বৈধ ॥ ঋণ খেলাপীর দায়ে বিএনপির প্রার্থী মনোনয়ন সাময়িক স্থগিত
প্রকাশিত হয়েছে : ৫ ডিসেম্বর ২০১৫, ৬:৩১ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে যাচাই-বাছাই এর প্রথমদিনে আওয়ামীলীগসহ ৬জন মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। অপরদিকে ঋণ খেলাপীর দায়ে বিএনপি প্রার্থী আবু ইব্রাহিম জমশেদের মনোনয়ন স্থগিত করা হয়েছে।
যাচাই-বাছাই এর প্রথমদিন শনিবার মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত দলীয় প্রার্থী পৌর যুবলীগ সভাপতি ও সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক জুয়েল আহমদ, বিএনপি দলীয় প্রার্থী বর্তমান মেয়র আবু ইব্রাহিম জমসেদ, জাতীয় পার্টির রফিকুল ইসলাম, খেলাফত মজলিসের প্রভাষক নজরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র ও বিএনপি নেতা হাছিন আফরোজ চৌধুরী, সদ্য পদত্যাগী কমলগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি জাকারিয়া হাবিব ও সমাজ সেবক মাসুক মিয়া স্বত্বন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
যাচাই-বাছাই শেষে আওয়ামীলীগসহ ৬জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
এদিকে অগ্রণী ব্যাংক সাবেক মাধবপুর শাখায় ৩০ লাখ টাকার ঋণ খেলাপীর দায়ে বিএনপি মেয়র প্রার্থী আবু ইব্রাহিম জমশেদের মনোনয়নপত্র বৈধতার সিদ্ধান্ত রোববার (৬ ডিসেম্বর) পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
মেয়র প্রার্থী আবু ইব্রাহিম জমশেদ বলেন, তিনি অগ্রণী ব্যাংকের ঋণ খেলাপী নন। বাংলাদেশ ব্যাংকের একটি পত্রের আলোকে তার মনোনয়নের সিদ্ধান্ত সাময়িকভাবে আটকিয়ে রাখা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, অগ্রণী ব্যাংক যখন মাধবপুরে শাখা ছিল ওই সময়ের ঋণের কথা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ক্রেডিট ব্যুরো) সরদার আবু তাহের স্বাক্ষরিত সূত্র নং সিআইবি ৫(১)২০১৫-৩৫২০ তারিখ ০৫/১২/২০১৫ একটি পত্রের আলোকে রোববার (৬ ডিসেম্বর) পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।