মৌলভীবাজার রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা
প্রকাশিত হয়েছে : ৫ ডিসেম্বর ২০১৫, ৮:১২ পূর্বাহ্ণ
মো: মাহবুবুর রহমান রাহেল ::
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিট এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার শহরের কোর্ট রোডস্থ কার্যালয় সম্মুখে অনুষ্ঠিত সাধারণ সভা মৌলভীবাজার ইউনিট রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট এ এম ইয়াইয়া মুজাহিদ এর সভাপতিত্বে ও নির্বাহী সদস্য মো: শাহীন আহমদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজরের জেলা প্রশাসক মো: কামরুল হাসান।
বক্তব্য রাখেন, মৌলভীবাজার ইউনিট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী এম সাহাবউদ্দিন আহমেদ, নির্বাহী সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল, আব্দুল কুদ্দুছ, মো: আলাল খান, অ্যাডভোকেট এ. টি.এম মান্নান, ডা: দিলসাদ পারভীন চৌধুরী প্রমুখ।
সাধারণ সভায় কার্য নিবাহী কমিটির সদস্যবৃন্দ, আজীবন সদস্যবৃন্দ, ইউনিট লেভেল অফিসার, যুব সদস্যসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।