বড়লেখায় ৫৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
প্রকাশিত হয়েছে : ৪ ডিসেম্বর ২০১৫, ১০:৪৫ পূর্বাহ্ণ
এ.জে লাভলু, বড়লেখা ::
জেলার বড়লেখায় উৎসবমূখর পরিবেশে রিটার্র্নিং কর্মকর্তার কাছে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মেয়র পদে ৭, কাউন্সিলার পদে ৩৬ ও নারী কাউন্সিলর পদে ১২জন প্রার্থী দাখিল করেছেন। মেয়র পদে আওয়ামীলীগ ও বিএনপির দুই বিদ্রোহী ও দুইজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার উদ্দিন, ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদসহ নেতাকর্মী নিয়ে আওয়ামীলীগ দলীয় মেয়র প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী মনোনয়ন জমা দেন। উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজসহ বিএনপির মেয়র প্রার্থী আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টির মৌলভীবাজার-১ আসনের সমন্বকারী ও জাপা (এরশাদ) উপজেলা সভাপতি আহমেদ রিয়াজসহ নেতাকর্মী নিয়ে জাপার মেয়র প্রার্থী মীর মুজিবুর রহমান মনোনয়নপত্র জমা দেন। আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুন নূর, বিএনপির বিদ্রোহী প্রার্থী মতিউর রহমান ইরাজ আলী, স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা খিজির আহমদ ও রায়না বেগম নিজ সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
পৌরসভার ৯টি সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন ও ৩ সংরক্ষিত কাউন্সিলর পদে ১২জন নারী প্রার্থী মনোনয়নপত্র জমা দাখিল করেছেন।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।