আমাদের মৌলভীবাজার এর এক যুগ পূর্তি উৎসব
প্রকাশিত হয়েছে : ৪ ডিসেম্বর ২০১৫, ৯:৫২ পূর্বাহ্ণ
পূর্বদিক রিপোর্ট ::
নানা আয়োজনে মৌলভীবাজারের স্থানীয় অনুষ্ঠান আমাদের মৌলভীবাজার এর এক যুগ পূর্তি উৎসব হয়ে গেলো বৃহস্পতিবার। যুগপূর্তি উপলক্ষে কেক কাটা, টক শো ও জেলার প্রবীন ও নবীন শিল্পীদের নিয়ে গানের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে মৌলভীবাজার ক্যাবল সিস্টেম (এমসিএস)।
যুগপূর্তির উৎসবটি শুরু হয় মূলত বিকেলে থেকেই টকশো’র মধ্য দিয়ে। জেলার নাট্যাঙ্গন, সঙ্গীতাঙ্গনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিদের নিয়ে আয়োজিত হয় টকশোটি। এতে দুই পর্বে অংশ নেন, নাট্যকার ও নির্দেশক খালেদ চৌধুরী, শিক্ষক ও নাট্যাভিনেতা স ব মুনির দানিয়াল, রিদম শিল্পী গোষ্ঠীর পরিচালক সৈয়দ সলমান আলী, সাংবাদিক ও মেলোডি শিল্পী গোষ্ঠীর পরিচালক তমাল ফেরদৌস দুলাল, জীবনচক্র থিয়েটারের সভাপতি আনোয়ার হোসেন দুলাল, মনু থিয়েটার সভাপতি আসম সালেহ সোহেল, সংস্কৃতিকর্মী হিমু নাহা, নৃত্যশিল্পী ও পরিচালক প্রদীপ নাহা, সাবেক প্রযোজক মান্নান মুহাম্মদ, প্রতিষ্ঠাতা প্রযোজক জাকির হোসেন উজ্জল, আমাদের মৌলভীবাজারের সাবেক পরিচালক ফয়সল আহমদ প্রমুখ।
সন্ধ্যা ৭টায় শুরু হয় কেক কাটা অনুষ্ঠান ও শুভেচ্ছা বিনিময়। এতে আমাদের মৌলভীবাজার এর পরিচালক সোহেল আহমদ এবং প্রযোজক আনহার আহমদ সমশাদ এর পরিচালনায় বক্তব্য রাখেন, গণ পরিষদ সদস্য, সাবেক সাংসদ ও জেলা পরিষদ প্রশাসক মো. আজিজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, যুবলীগ সভাপতি ও আওয়ামীলীগ মেয়র প্রার্থী ফজলুর রহমান, কাউন্সিলর ও বিএনপি মেয়র প্রার্থী অলিউর রহমান অলি, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, মাছরাঙা টিভি প্রতিনিধি তমাল ফেরদৌস, এটিএনবাংলা স্টাফ রিপোর্টার সৈয়দ মহসীন পারভেজ, বিটিভি প্রতিনিধি হাসানাত কামাল, যমুনা টিভি প্রতিনিধি আফরোজ আহমেদসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা।
এরপর এমসিএস কর্তপক্ষের পক্ষ থেকে বেঙ্গল ফুডের কর্ণধার ও সাংস্কৃতিককর্মী সৈয়দ মুনিম আহমদ রিমনের জন্মদিন পালন করা হয়। এসময় এমসিএস এর চেয়ারম্যান হাসান আহমেদ জাবেদ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
রাত ৯টা থেকে শুরু হয় স্থানীয় শিল্পীদের নিয়ে সরাসরি সম্প্রচারিত গানের অনুষ্ঠান। বিভিন্ন পর্বে অনুষ্ঠান উপস্থাপনা করেন, এস এ কাঁকন, তানিয়া, রাজিব ঘোষ, শাহনেওয়াজ সুমন, আইরিন মুন্নী, শফিকুল ইসলাম মিষ্টি। সমগ্র অনুষ্ঠানে ক্যামেরা শিল্পীরা ছিলেন, আলী হোসেন রাজন, জহির আহমদ, শাহাবউদ্দিন প্রমুখ। সাউন্ডে ছিলেন রুপক। অনলাইন সম্পাদক নুর আলম ভান্ডারী।
সঙ্গীত পরিবেশন করেন, তমাল ফেরদৌস, নিতাই রায়, রানা খাঁন, তারেক চৌধুরী, সঙ্গীত শিল্পী আইরিন মুন্নী প্রমুখ। যন্ত্র শিল্পীরা ছিলেন, কিবোর্ডে সজীব, তবলায় নেপাল ভাস্পর, গিটারে নিউটন, প্যাডে সৈয়দ বেলাল।
সমগ্র অনুষ্ঠান জুড়ে এমসিএস এর চেয়ারম্যান হাসান আহমেদ জাবেদ, ম্যানেজিং ডিরেক্টর শওকত হাসান খাঁন, টেকনিক্যাল ডিরেক্টর সৈয়দ আবুল কালাম আজাদ, আমীর হোসেন, পরিচালক শাহজাহান আহমদ প্রমুখ।