উৎসাহ-উদ্দীপনায় জেলার ৪ পৌরসভায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন
প্রকাশিত হয়েছে : ৩ ডিসেম্বর ২০১৫, ৯:২৪ পূর্বাহ্ণ
পূর্বদিক রিপোর্ট ::
বিপুল উৎসাহ-উদ্দীপনায় মৌলভীবাজারের সদর, কুলাউড়া, বড়লেখা ও কমলগঞ্জ এই চারটি পৌরসভায় মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলররা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিচ্ছেন।
সকাল ১০টা থেকে জেলার এই চারটি পৌরসভায় স্ব স্ব রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। দুপুর ২টা পর্যন্ত সর্বশেষ মনোনয়নপত্র জমা দিয়েছেন-
মৌলভীবাজার সদর পৌরসভায় আওয়ামীলীগ দলীয় প্রার্থী জেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান ও বিএনপি দলীয় প্রার্থী বর্তমান কাউন্সিলর অলিউর রহমান অলি মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কুলাউড়া পৌরসভায় আওয়ামীলীগ দলীয় প্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সফি আহমদ সলমানও বিএনপি দলীয় প্রার্থী কুলাউড়া উপজেলা বিএনপির (একাংশের) সভাপতি ও বর্তমান মেয়র কামালউদ্দিন আহমদ জুনেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কমলগঞ্জ পৌরসভায় আওয়ামীলীগ দলীয় প্রার্থী পৌর যুবলীগ নেতা জুয়েল আহমদ ও বিএনপি দলীয় প্রার্থী বর্তমান মেয়র আবু ইব্রাহিম জমসেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন ।
বড়লেখা পৌরসভায় আওয়ামীলীগ দলীয় প্রার্থী উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আবু ইমাম মো. কামরান চৌধুরী ও বিএনপি দলীয় মনোনয়ন পেলেন পৌর বিএনপি সভাপতি মো. আনোয়ারুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিস্তারিত আসছে…