জেলার চার পৌরসভায় আওয়ামীলীগের মনোনয়ন পেলেন যারা
প্রকাশিত হয়েছে : ২ ডিসেম্বর ২০১৫, ১:০২ অপরাহ্ণ
পূর্বদিক রিপোর্ট ::
মৌলভীবাজার পৌরসভায় আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পেলেন জেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমান। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বাদ পড়েছেন, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাহিদ আহমদ, মরহুম মন্ত্রীর ছোট ভাই সৈয়দ নওশের আলী খোকন ও সৈয়দ সলমান আলী।
কুলাউড়ায় পৌরসভায় মনোনয়ন পেলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সফি আহমদ সলমান। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বাদ পড়েছেন, উপজেলা আওয়ামীলীগ সদস্য আলহাজ্ব শফি আলম ইউনুছ, প্রভাষক সিপার আহমদ, কৃষকলীগ কেন্দ্রীয় সদস্য মো. শফিউল আলম শফি।
কমলগঞ্জ পৌরসভায় মনোনয়ন পেলেন পৌর যুবলীগ নেতা জুয়েল আহমদ। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বাদ পড়েছেন, উপজেলা যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন।
বড়লেখা পৌরসভায় মনোনয়ন পেলেন উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আবু ইমাম মো. কামরান চৌধুরী। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বাদ পড়েছেন, কাউন্সিলর ও উপজেলা আওয়ামীলীগ সাংস্কৃতিক সম্পাদক তাজ উদ্দিন, কাউন্সিলর ও উপজেলা আওয়ামীলীগ বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক আলী আহমদ চৌধুরী জাহেদ, উপজেলা পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুল আহাদ, পৌর আওয়ামীলীগ সদস্য আব্দুল নুর, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী মোছাম্মাৎ রায়না বেগম।