ফজলুর রহমানকে ফুলেল সংবর্ধনা দিলো আওয়ামীলীগ ও বিভিন্ন সংগঠন
প্রকাশিত হয়েছে : ২ ডিসেম্বর ২০১৫, ১২:১১ অপরাহ্ণ
তমাল ফেরদৌস ::
আসন্ন পৌর নির্বাচনে মৌলভীবাজার পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগ দলীয় প্রার্থী ফজলুর রহমানকে সংবর্ধনা দিলো জেলা আওয়ামীলীগ, যুবলীগ ও বিভিন্ন সংগঠন। দলীয় সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত মনোনয়নপত্রটি নিয়ে মৌলভীবাজারে আসার পর বুধবার বিকেলে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনার প্রাঙ্গণে তাঁকে শুভেচ্ছা জানানো হয়।
ফুলেল শুভেচ্ছা শেষে তিনি শহীদ মিনারে পুষ্পমালা অর্পন করেন।
এর আগে শহীদ মিনার প্রাঙ্গণে তিনি পৌঁছার পর নেতাকর্মীদের শ্লোগান ও হাততালিতে মুখরিত হয়ে ওঠে প্রাঙ্গণ। এসময় তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন। আবেগে নেতাকর্মীদের জড়িয়ে ধরেন। এসময় এক সংক্ষিপ্ত সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফজলুর রহমান।
সমাবেশে যুবলীগ জেলা সাধারণ সম্পাদক নাহিদ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, গণপরিষদ সদস্য, সাবেক সাংসদ ও জেলা পরিষদ প্রশাসক মো. আজিজুর রহমান, সাবেক মহিলা সাংসদ বেগম হোসনে আরা ওয়াহিদ, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নেছার আহমদ, সাংগঠনিক সম্পাদক ও চেম্বার সভাপতি কামাল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামালউদ্দিন, জেলা জাসদ সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন নজরুল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পঙ্কজ রায় মুন্না, জেলা রেড ক্রিসেন্ট সাধারণ সম্পাদক শাহাবউদ্দিন আহমদ, একাটুনা ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান, জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক রশীদউদ্দিন, জেলা শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক শামীম আহমদ, কমলগঞ্জ পৌর মেয়র দলীয় প্রার্থী জুয়েল আহমদ, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মৌলভীবাজার পৌরসভাকে গঠনমূলক ও মডেল পৌরসভায় রুপান্তরিত করতে ফজলুর রহমানের কোন বিকল্প নেই। আমরা রাজনৈতিক প্রতিহিংসার জন্য অতীতে অনেক সুযোগ হারিয়েছি। তাই আসন্ন পৌরসভা নির্বাচনে সব-বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে দলমত-নির্বিশেষে সকলকে তাঁর পক্ষে কাজ করার আহবান জানান।
শুভেচ্ছার জবাবে ফজলুর রহমান মরহুম সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীসহ এই জেলার মরহুম সকল নেতৃবৃন্দকে স্মরণ করে বলেন, আমি ছাত্র রাজনীতি থেকে শুরু করে যাদের অনুপ্রেরণা ও হাত ধরে এপর্যন্ত এসে পৌঁছেছি। তাদের সকলের কাছে কৃতজ্ঞ। আমি দল থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো। দলমত-নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করছি।
এরআগে ফজলুর রহমানের মৌলভীবাজারে এসেই হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী (র.) এর মাজার জিয়ারত করেন। এরপর তিনি মরহুম সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর কবর জিয়ারত করেন।