কমলগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২ ডিসেম্বর ২০১৫, ৬:১২ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জের সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কমলগঞ্জ থানার হলরুমে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) বদরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, কমলগঞ্জ পৌর মেয়র আবু ইব্রাহিম জমসেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ছিদ্দেক আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুমিন তরফদার।
এ সময় বক্তারা আসন্ন পৌর নির্বাচনে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, কমিউনিটি পুলিশিংকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে বিভিন্ন অপরাধ কমানোর এবং পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।