নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বর্তমান মেয়র ফয়জুল করিম ময়ূন
প্রকাশিত হয়েছে : ১ ডিসেম্বর ২০১৫, ৬:৩৯ অপরাহ্ণ
পূর্বদিক রিপোর্ট ::
শেষ পর্যন্ত নিজ থেকেই সরে দাঁড়ালেন মৌলভীবাজার পৌরসভার বর্তমান মেয়র ফয়জুল করিম ময়ূন। মঙ্গলবার রাত ৮টা ১৮ মিনিটে পূর্বদিককে প্রার্থী না হওয়ার বিষয়টি নিশ্চিত করেন সেলফোনে।
তার এই সরে যাওয়াকে পরাজিত সৈনিকের মতো কাজ বলে মন্তব্য করেছেন অনেকেই। সংবাদকর্মী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধিদের কাছে তাঁর নীরবে চলে যাওয়াটি একটি উদাহরণ হয়ে দাঁড়ালো।
জেলা বিএনপি সূত্র জানায়, তাঁর পক্ষে দলীয় মনোনয়ন অনেকটা নিশ্চিতই হয়ে গিয়েছিলো। মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে দলের যারা তাঁর পক্ষে কেন্দ্রীয় নেতাদের সাথে লবিং করেছিলেন তাঁরা ক্ষুদ্ধ এবং হতাশ হয়েছেন। তাঁর মনোনয়নপত্রে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াও স্বাক্ষর করেছিলেন। কিন্তু তিনি মনোনয়ন নিশ্চিত জেনেও নির্বাচন থেকে কোন অদৃশ্য কারণে সরে দাঁড়ালেন তা খুঁজে পাচ্ছেন না তাঁর গ্রুপের নেতাকর্মীরা। নিরাশ হয়ে কোন প্রার্থীও তারা খুঁজেও পায় নি।
জেলা সদরের এই পৌরসভায় বিগত ২০০৪ সালের ৮ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। ওই সময় বিএনপির সরকার ক্ষমতায় ছিলো। অভিযোগ ছিলো নির্বাচনে স্বৈরাচারী কায়দায় ক্ষমতার অপব্যবহার, ব্যালট বাক্স ছিনতাই, প্রার্থীদের সাথে খারাপ আচরণ ও ভোট কারচুপির মাধ্যমে নির্বাচনের ফলাফল নিশ্চিত হয়েছিলো। মেয়র পদে জয়লাভ করেছিলেন বর্তমান মেয়র ফয়জুল করিম ময়ূন। প্রতিদ্বন্দ্বিতায় নামা অপর ৫প্রার্থী সেদিন অন্য কোন উপায় না দেখে মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে বিক্ষোভ করেছিলেন। ঐদিন শহরের চৌমোহনা চত্বরে সৎ, যোগ্য প্রার্থী মরহুম আলহাজ্ব মাহমুদুর রহমানের উপর রাবার বুলেট মেরেছিলো পুলিশ।
এর ৬ বছর পর ২০১১ সালের ১৮ জানুয়ারির নির্বাচনে মেয়র ফয়জুল করিম ময়ূন পুনরায় নির্বাচিত হন। এই নির্বাচনে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মহাজোটের একক প্রার্থী সাইফুর রহমান বাবুল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী নাহিদ আহমদ প্রতিদ্বন্দ্বিতা করেন।