মৌলভীবাজারে গৃহবধূর মরদেহ উদ্ধার ॥ পুলিশের ধারণা এটি আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০১৫, ৬:১১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক ::
শহরের লেইক রোডের বাসার একটি কক্ষ থেকে লিমা আক্তার পিংকি (২০) নামে এক গৃহবধূর সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে পেঁছানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সুরতহাল রিপোর্টের ভিত্তিতে প্রাথমিকভাবে ধারণা করছে এটি আত্মহত্যা।
এঘটনায় পিংকির স্বামী মাসুদ মিয়াকে আটক করলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দিলীপ কুমার দাশ পূর্বদিককে জানান, প্রায় ৭ মাস আগে বিয়ে করে পিংকি ও তার স্বামী মাসুদ লেইক রোডের মিয়াধন মিয়া ভবনে বাসা ভাড়া করে একসঙ্গে বসবাস শুরু করে। মাসুদ একই রোডের আপন টেইলার্স নামে একটি দোকানের স্বত্ত্বাধিকারী।
রোববার সকালে দুজনের মধ্যে কথা কাটাকাটি হলে মাসুদ বাসা থেকে বের হয়ে কর্মস্থলে চলে যান। বিকেলে বাসায় ফিরে ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে ফ্যানের সাথে ওড়না পেঁছানো অবস্থায় পিংকিকে ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভেতর থেকে বন্ধ দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে। পরে তবে ময়না তদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠনো হয়।
তবে ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ওসি।