লেইক একাদশের সাথে রাসেল খাঁনের মত বিনিময়
প্রকাশিত হয়েছে : ৩ নভেম্বর ২০১৫, ৬:১৯ অপরাহ্ণ
পূর্বদিক রিপোর্ট ::
বিশিষ্ট ক্রীড়ানুরাগী লেইক একাদশ ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান যুক্তরাজ্য প্রবাসী রাসেল খাঁন এর সাথে মত বিনিময় করেছে লেইক একাদশ ক্লাব মৌলভীবাজার।
লেইক একাদশ ক্লাবের সভাপতি হাসানাত কামালের সভাপতিত্বে সোমবার সন্ধ্যায় শহরের লেইক রোডে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান পিন্টু, সাবেক সভাপতি খয়েজ আহমদ, সাধারণ সম্পাদক কয়ছর আহমদ, জাকারিয়া শিবলী, সিকদার গোলাম কবির বাবু, মো. মোজাহিদ উদ্দিন, কামাল হাসান, আনছার আহমদ, রুবেল আহমদ, সুহেল আহমদ এবং লেইক একাদশ ক্লাবের খেলোয়াড়বৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন গ্রীন লীফ ক্লাবের সাধারণ সম্পাদক রেজোয়ান মজুমদার রুমন।
সভায় প্রবাস জীবনের পূর্বে বিভিন্নভাবে লেইক একাদশ তথা ক্রীড়া ক্ষেত্রে রাসেল খাঁনের অবদান তুলে ধরেন উপস্থিত ক্লাবের সংগঠকরা।
সভা শেষে লেইক একাদশ ক্লারেব পক্ষ থেকে ৬ জন প্রতিভাবান ফুটবল খেলোয়াড়কে খেলার সরঞ্জাম উপহার এবং ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য রাসেল খানঁকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।