মৌলভীবাজারে শুরু হলো চারদিনব্যাপী আইজিপি কাপ আন্ত: উপজেলা (অনুর্ধ্ব ২১) যুব কাবাডি প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০১৫, ১১:৫৫ পূর্বাহ্ণ
পূর্বদিক রিপোর্ট ::
মৌলভীবাজারের শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হলো চারদিনব্যাপী আইজিপি কাপ আন্ত: উপজেলা (অনুর্ধ্ব ২১) যুব কাবাডি প্রতিযোগিতা ২০১৫। শুক্রবার বিকেলে সিলেট রেঞ্জ এর ডিআইজি মিজানুর রহমান (পিপিএম) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী খেলায় মৌলভীবাজার সদর উপজেলা দল ও জুরী উপজেলা দল অংশগ্রহণ করে। খেলায় মৌলভীবাজার উপজেলা দল ৯৯ পয়েন্ট পেয়ে বিজয়ী হয় এবং জুরী দল ২৪ পয়েন্ট সংগ্রহ করে।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জ এর ডিআইজি মিজানুর রহমান (পিপিএম)। এছাড়া বক্তব্য রাখেন, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এমডি আল আমিন, জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নেছার আহমদ, কাবাডি টূর্ণামেন্ট কমিটির সভাপতি আজমল হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন, জেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমান, মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক, ওসি তদন্ত দীলিপ কুমার দাশ, মোস্তফাপুর ইউপি চেয়ারম্যান শেখ রুমেল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান বলেন, প্রতিদিন বিকেলে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত এই টূর্ণামেন্ট চলবে। তিনি বলেন, টূর্ণামেন্টের জন্য মাস কয়েক ধরে বিভিন্ন উপজেলার ইউনিয়ন ও গ্রাম পর্যায় থেকে খেলোয়াড় বাছাই শুরু হয়। এরপর উপজেলা পর্যায়ে যাচাই বাছাই করে ভালো খেলোয়াড়ের সমন্বয়ে উপজেলা দল গঠন করা হয়।
জেলা সদরের এই টূর্ণামেন্ট থেকে বিজয়ী দলসহ একটি জেলা দল গঠন করা হবে। এই দল জাতীয় পর্যায়ে খেলতে পারবে বলে তিনি জানান।
এদিকে খেলা শুরু হওয়ার পূর্বে বিভিন্ন বিদ্যালয় ও সংগঠনের অংশগ্রহণে শিশুদের নৃত্য পরিবেশিত হয়। লোকগীতির সুরে সুরে নৃত্য দেখে উপস্থিত অতিথিবর্গ ও দর্শকরা অভিভূত হয়ে পড়েন।