শিশু গৃহকর্মী নির্যাতন মামলা ॥ ক্রিকেটার শাহাদাত তিন দিনের রিমান্ডে
প্রকাশিত হয়েছে : ৮ অক্টোবর ২০১৫, ৭:২৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদত হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম ইউসুফ হোসেন এই আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) শফিকুর রহমান সাত দিনের রিমান্ড চেয়ে গত মঙ্গলবার আদালতে আবেদন করেন। এ বিষয়ে শুনানীর জন্য বৃহস্পতিবার শাহাদাতকে আদালতে হাজির করার পর আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার মিরাশউদ্দিন আদালতকে জানান, সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং গৃহকর্মী নির্যাতনের ঘটনায় কে কতটুকু দায়ী তা জানার জন্য আসামীকে রিমান্ড নেওয়া প্রয়োজন রয়েছে। তবে এসময় শাহাদাতের আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু বিরোধীতা করে জামিন আবেদন করেন।
শুনানী শেষে আদালত জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ মামলায় গ্রেফতার শাহাদাতের স্ত্রী জেসমিন আক্তার নিত্য বর্তমানে জেলহাজতে রয়েছেন।