মন্ত্রীর আশ্বাসে চেয়ার বর্জন ও কর্মবিরতি সাময়িক স্থগিত করেছেন প্রধান শিক্ষকরা
প্রকাশিত হয়েছে : ৫ অক্টোবর ২০১৫, ৬:৩৪ অপরাহ্ণ
পূর্বদিক ডেক্স ::
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের দাবি বিবেচনার আশ্বাসে চেয়ার বর্জন ও কর্মবিরতি কর্মসূচী সাময়িক স্থগিত করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। সোমবার রাতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির আহবায়ক রিয়াজ পারভেজ গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।
রিয়াজ পারভেজ জানান, সোমবার সকালে শিক্ষক সমিতির একটি প্রতিনিধি দল প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর সরকারি বাসভবনে তার সাথে সাক্ষাৎ করেন। এসময় দাবি বিবেচনা করা হবে এমন আশ্বাসে শিক্ষক সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরী সভায় কর্মসূচী সাময়িক স্থগিতের সিদ্ধান্ত হয়।
এর আগে ১লা অক্টোবর থেকে দ্বিতীয় গেজেটেড কর্মকর্তার পদ মর্যাদা বাস্তবায়ন, ১০ম গ্রেডে বেতন কাঠামো, সেলফ ড্রয়িং কর্মকর্তার ক্ষমতা প্রদান, নতুন নিয়োগ বিধি অনুযায়ী শতভাগ বিভাগীয় পদোন্নতির বিধান চালু, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল এই দাবি নিয়ে চেয়ার বর্জন ও ৩ থেকে ৫ অক্টোবর সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ৩ ঘন্টা করে কর্মবিরতি পালন করে আসছিলেন প্রধান শিক্ষকরা।