গাড়ি পোড়ানো মামলায় বিএনপি ও ছাত্রদল নেতা জেলহাজতে
প্রকাশিত হয়েছে : ৫ অক্টোবর ২০১৫, ৬:০৬ অপরাহ্ণ
পূর্বদিক রিপোর্ট ::
গাড়ি পোড়ানো মামলায় মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফয়সল আহমদ ও জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
সোমবার মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: শফিকুল ইসলাম তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আসামী পক্ষের আইনজীবী এডভোকেট রাধাপদ দেব সজল জানান, ২০১৪ সালে বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর একটি মামলা ছিলো। এই মামলায় আত্মসমর্পন করে জামিন চাইলে আদালত তা না মঞ্জুর করেন।